বলিউড ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির হাত ধরে ২০১২ সালে হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন আলিয়া। এরপর ২ স্টেটস, বদ্রিনাথ কি দুলহানিয়া, রাজি, হাইওয়ে, রকি অর রাণী কি প্রেম কাহিনী ইত্যাদি ভিন্ন ধারার ছবি নিজের অনুরাগী এবং ভক্তদের উপহার দিয়েছেন আলিয়া ভাট।
তবে শুধু অভিনয় জগত নয়, একজন বিজনেস ওম্যান হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন আলিয়া। অভিনেত্রী , এড – আ – মাম্মা নামক মায়েদের ম্যাটারনিটি ক্লোদিং ওয়ার এবং বাচ্চাদের জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেন ২০২২ সালে। এছাড়া আলিয়া ২০১৯ সালে নিজের প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রতিষ্ঠা করেন। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডেও টাকা ইনভেস্ট করেছেন তিনি।
এর পাশাপাশি ইতালির ব্যয়বহুল ফ্যাশন সংস্থা গুচি- র প্রথম ভারতীয় গ্লোবাল ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নির্বাচিত হন আলিয়া ভাট। সব মিলিয়ে এই মুহূর্তে নিজের র শীর্ষ স্থানে রয়েছেন আলিয়া ভাট। এবার অভিনেত্রীর সাফল্যের মুকুটে জুড়লো নয়া পালক।
প্যারিস ফ্যাশন উইকে আলিয়া ভাট
প্যারিস ফ্যাশন উইক ২০২৪ – এ আত্মমর্যাদার সঙ্গে র্যাম্পে হাঁটলেন অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর পরনে ছিল একটি কালো অফ শোল্ডার জাম্পসুট এবং তার ওপরে একটি সিলভার মেটালিক বুস্টিয়ার। তাঁর মুখের মেকআপ, কানের লুপ ইয়াররিং অভিনেত্রীর সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছিল কয়েক গুণ। তাঁর চুল ছিল খোলা তবে সেটি ছিল ভিজে, যা অভিনেত্রীর লুককে করে তুলেছিল সম্পূর্ণ।
ইভেন্টে মুখে একরাশ হাসি নিয়ে র্যাম্প ওয়াক শুরু করেন আলিয়া। তিনি হাঁটা শুরু করতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন দর্শকরা। অভিনেত্রীর এই র্যাম্প ওয়াকের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন আলিয়া ভাটের।
এছাড়া নিজের র্যাম্প ওয়াকের বিভিন্ন মুহূর্ত তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন আলিয়া ভাট।
অন্যদিকে আলিয়া ভাট ছাড়াও প্যারিস ফ্যাশন উইকের র্যাম্প ওয়াকে হাঁটলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। তিনি অফ শোল্ডার রেড গাউনে তাক লাগিয়ে দেন সকলকে।
আরও পড়ুন
প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া ভাট ব্যস্ত তাঁর পরবর্তী ছবি জিগরা – র প্রচারে। এই ছবিতে একজন দিদির ভূমিকায় অভিনয় করেছেন তিনি , যে তাঁর ভাইকে খুব ভালোবাসে। আগামী মাস অর্থাৎ অক্টোবরের ১১ তারিখ এই ছবিটি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। এছাড়া আলিয়া ভাটকে দেখা যাবে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম মহিলা ছবি আলফা-তে। এই ছবিতে আলিয়া ভাট ছাড়াও দেখা যাবে মুঞ্জিয়া খ্যাত অভিনেত্রী শর্বরীকে।