গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে স্ত্রী২। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও প্রমুখ অভিনেতা এবং অভিনেত্রীরা। ছবির বক্স অফিস আয় ছাপিয়ে গিয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান ছবির আয়কেও। এই মুহূর্তে স্ত্রী২ ছবির কলাকুশলীরা উচ্ছ্বসিত এই ছবির সাফল্য নিয়ে। ছবিটির পরিচালনা দায়িত্বে ছিলেন পরিচালক অমর কৌশিক।
তবে দর্শকরা অনেকেই এই ছবির সাফল্যের কারণ হিসেবে মনে করেছেন শ্রদ্ধা কাপুরের অভিনয়কে। সকলেই অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। শ্রদ্ধা কাপুর বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম। তিনি নব্বইয়ের দশকের জনপ্রিয় খলনায়ক শক্তি কাপুরের কন্যা। ছিছোরে, আশিকি ২, তু ঝুঁটি মে মক্কার, স্ত্রী ইত্যাদি সুপারহিট সিনেমা শ্রদ্ধা কাপুর উপহার দিয়েছেন তাঁর দর্শক এবং অনুরাগীদের। এছাড়া বর্তমানে তিনি একটি গয়নার ব্র্যান্ডের কো ফাউন্ডার। সব মিলিয়ে এই মুহূর্তে নিজের কেরিয়ারে শীর্ষে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
শ্রদ্ধা কাপুরের সাফল্যের চাবিকাঠি
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের এই সাফল্যের কারণ তুলে ধরলেন। তিনি বললেন, “সাফল্য মাপার জন্য আমার কাছে কোনো প্রচলিত মাপকাঠি নেই। এই যেমন আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি। আমার কাছে সাফল্য হল কোনো সুস্বাদু খাবার খাওয়া, পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানো এবং সম্পর্কগুলো লালন পালন করা।” এর সঙ্গে তিনি আরো যোগ করেন ,”আমার কাছে সত্যিকারের সাফল্য মানে প্রিয়জনদের কাছে থাকা, আরামদায়ক ঘুম উপভোগ করা, আমার কাজে উন্নতি করা, জীবনের ভারসাম্য বজায় রাখা এবং মানসিকভাবে শান্তিতে থাকা।”
আরও পড়ুন
পরিবার নিয়ে কি বললেন শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর বলেন যে তাঁর বাবা শক্তি কাপুর এবং আন্টি পদ্মিনী কোলহাপুরে সফল হওয়া সত্ত্বেও কখনই সন্তুষ্ট হননি। অভিনেত্রী পরিবার দ্বারা অনুপ্রাণিত হওয়ার বিষয়ে কথা বলার সময় সাক্ষাৎকারে যোগ করেছেন, “ তাঁদের প্রজন্ম কর্মজীবনের সাথে সাথে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল যা আমি সত্যিই প্রশংসা করি।আমার বাবার গল্পগুলি আমাকে মনে করিয়ে দেয় যে কোনো কিছুকে যেন হেলাফেলা না করি, এবং সেটা আমার পায়ের তলার মাটি শক্ত করে”।
প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুরকে শেষ দেখা গিয়েছে স্ত্রী২ ছবিতে। তবে এরপর অভিনেত্রীকে অন্য কোন প্রজেক্টে দেখা যাবে সেই সম্পর্কে এখনো কিছু জানান নি শ্রদ্ধা কাপুর।