২০২৩ সালের একদম শুরুর দিকে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হয় এই ছবি, যা এই প্রযোজনা সংস্থার স্পাই ইউনিভার্সের অংশ ছিল। শাহরুখ খান এই ছবিতে একজন রও এজেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবিটি সেই সময় বক্স অফিসে দারুন সাফল্য লাভ করে। ওই সময় বলিউডের বেশিরভাগ ছবি বক্স অফিসে তেমনভাবে দাগ কাটতে পারিনি। তবে পাঠান মুক্তির পর তার সাফল্য কিছুটা স্বস্তি দেয় হিন্দি ছবির ইন্ডাস্ট্রিকে।
প্রথম সিক্যুয়েল- এ কি ছিল
শাহরুখ খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হয় দর্শক মহলে। অন্যদিকে পাঠান ছবিতে খলনায়কের ভূমিকায় ছিলেন জন আব্রাহাম। শাহরুখ খানের পাশাপাশি খলনায়ক হিসেবে এই ছবিতে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন অভিনেতা জন আব্রাহাম। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমান খানকে। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ আনন্দ।
তবে পাঠান ছাড়াও, ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যান্য ছবিগুলি হল ওয়ার, এক থা টাইগার, টাইগার জিন্দা হে, টাইগার ৩ ইত্যাদি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা দিয়েছে সলমান খান এবং হৃত্বিক রোশনকে। বেশ কিছু মাস আগেই শোনা গিয়েছিল নির্মাতারা পাঠান ছবির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আনতে চলেছেন। পাঠান বক্স অফিসে হাজার কোটির বেশি ব্যবসা করেছিল।
পাঠান ২ নিয়ে বড় আপডেট
এবার পাঠান ২ নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা। পাঠান ছবির হাত ধরে ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে প্রবেশ করেছিলেন শাহরুখ খান। সেই ছবির কাহিনী লিখেছিলেন আব্বাস টায়ারওয়ালা। জানা গেছে পাঠান২ ছবির কাহিনীও লিখবেন আব্বাস। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে পাঠানের সিক্যুয়েল লেখার কাজ। এবার তিনি শুরু করবেন এই আসন্ন ছবির সংলাপ লেখার কাজ। এমনটাই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আব্বাস টায়ারওয়ালা। তবে এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন না সিদ্ধার্থ আনন্দ, কারণ সম্ভবত এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে পাঠান ভার্সেস টাইগার ছবির কাজ।
তবে কে পরিচালনা করবেন পাঠান ২ সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অন্যদিকে মনে করা হচ্ছে সম্ভবত ফের একবার পাঠান ২ছবিতে একসঙ্গে দেখা যাবে দীপিকা ও শাহরুখ খানকে। কিন্তু এই ছবিতে খলনায়কের ভূমিকায় কে থাকবেন সেই বিষয় এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই জানানো হয়েছিল পাঠান ২ ছবির কথা। সম্ভবত ২০২৪ সালের শেষের দিকে এই ছবির প্রোডাকশনের কাজ শুরু হবে। তবে ছবিটি কবে মুক্তি পাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে।
আরও পড়ুন
অন্যদিকে শাহরুখ খানের পরবর্তী ছবি কিং – এর সংলাপ লেখার দায়িত্বেও রয়েছেন আব্বাস টায়ারওয়ালা। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। যিনি এই ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখতে চলেছেন। তবে এর আগে সুহানা খানকে দেখা গেছে জোয়া আখতারের ‘ আর্চিস ‘ ছবিতে যা মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পর্দায়। এছাড়া কিং ছবিতে খলনায়কের চরিত্রে থাকছেন অভিনেতা অভিষেক বচ্চন। ছবিটির পরিচালনা করবেন সুজয় ঘোষ। এটাই শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম কাজ। সম্ভবত কিং ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদে।
অন্যদিকে এই মুহূর্তে চলছে ওয়ার ২ ছবির শ্যুটিং। যেখানে মূল চরিত্রে থাকবেন হৃত্বিক রোশন। জানা গেছে ছবিতে অতিথি শিল্পী হিসেবে থাকতে পারেন শাহরুখ খান। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।