বড় পর্দায় আবারও ফিরতে চলেছেন অভিনেতা শাহিদ কাপুর এবং পরিচালক বিশাল ভরদ্বাজের জুটি। এর আগে এই জুটিকে একসঙ্গে কামিনে, হায়দার – এর মতো ছবিতে কাজ করতে দেখা গেছে। এই ছবিগুলি দর্শক থেকে শুরু করে সমালোচক সকলের প্রশংসা কুড়িয়েছে। ফের একবার এই জুটির ফেরার খবর ছড়িয়ে পরতেই উচ্ছ্বসিত সকলে।
শাহিদ এবং তৃপ্তি জুটি নিয়ে কে এই ছবির প্রযোজক?
অভিনেতা শাহিদ কাপুর এবং পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অধীনস্থ প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। প্রযোজক নিজে তাঁর ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই জোট বাঁধার খবর জানিয়েছেন নেটিজেনদের। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন , ” আমি আমার বন্ধু এবং প্রতিভাবান পরিচালক বিশাল ভরদ্বাজ আর অসাধারণ অভিনেতা শাহিদ কাপুর এবং অবিশ্বাস্যভাবে প্রতিভাশালী তৃপ্তি দিমরিকে পরিবারে স্বাগত জানাই”।
উচ্ছ্বসিত বিশাল ভরদ্বাজ
উল্লেখ্য, এই ছবিতে প্রথমবার শাহিদ কাপুরের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। সম্ভবত আসন্ন এই ছবিটি একটি অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে। পরিচালক সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি উপহার দিতে চলেছেন তাঁর দর্শকদের। বিশাল নিজের আপকামিং প্রজেক্ট নিয়ে ভীষণ আশাবাদী। এই ছবিটি ঘিরে নিজের উত্তেজনা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জাহির করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। তিনি লিখলেন , “আমি অন্যতম সেরা প্রযোজক এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা এবং প্রতিভাবান শাহিদ কাপুরের সাথে আবারও জোট বাঁধতে পেরে আনন্দিত। তার সঙ্গে তৃপ্তি দিমরি, যিনি ভারতের ন্যাশনাল ক্রাশ তাকে এই দলে যোগ করতে পেরে আপ্লুত “।
তৃপ্তি ও শাহিদ এর অন্যান্য প্রজেক্ট
প্রসঙ্গত শাহিদ কাপুরকে শেষবার দেখা গিয়েছে সায়েন্স ফিকশন এবং কমেডি ঘরানার ছবি , ‘ তেরি বাতো মে অ্যায়েসা উলঝা জিয়া ‘ ছবিতে যেখানে তিনি স্ক্রীন শেয়ার করেছিলেন কৃতী স্যাননের সঙ্গে। অন্যদিকে শাহিদ কাপুরকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আপকামিং ছবি ‘ দেভা ‘ – তে। ওই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন পূজা হেগড়ে ও পাভেল গুলাটি। এছাড়া অভিনেত্রী তৃপ্তি দিমরিকে শেষবার দেখা গিয়েছে ‘ ব্যাড নিউজ ‘ – এ। পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবরের ১১ তারিখ মুক্তি পাবে তৃপ্তি দিমরির নতুন ছবি ‘ ভিকি বিদ্যা কী ও ওয়ালা ভিডিয়ো ‘। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। এছাড়া কার্তিক আরিয়ানের বিপরীতে তৃপ্তি দিমরিকে দেখা যাবে ‘ ভুলভুলাইয়া ৩ ‘ ছবিতে। ‘ কালা ‘ , ‘ বুলবুল ‘ ইত্যাদি ছবিতে তৃপ্তি দিমরির অভিনয় মন জয় করেছে সকলের। তবে তিনি ‘ অ্যানিমাল ‘ ছবিতে জোয়া চরিত্রে রনবীর কাপুরের বিপরীতে অভিনয় করার পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন।