বাংলা টেলিভিশনে যেন ধারাবাহিক বন্ধ হওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। টিআরপির কোপে অত্যন্ত কম দিনেই শেষ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। এবার সেই জটে আটকে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। মাত্র চার মাসের মাথায় শেষ হতে চলেছে “কে প্রথম কাছে এসেছি”।
প্রসঙ্গত, একজন সিঙ্গল মাদারের জীবন সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক। সিঙ্গেল মাদার মধুবনী ঘোষ-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মোহনা মাইতি। তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন ঋকদেব সেনগুপ্ত অর্থাৎ সায়ন বোস। তবে এই গল্পের প্রধান কেন্দ্রবিন্দু হলো মধুবনীর মেয়ে ছোট্ট মিহি। লক্ষণ ঘোষের পরিচালনায় এই ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছিল জি বাংলা। তবে বেশ কিছু ধরেই ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সেই গুঞ্জনকেই সিলমোহর দিলেন অভিনেত্রী মোহনা মাইতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই খবরটা একেবারেই সত্যি। ধারাবাহিক শেষ হওয়ার কথা এখনও তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না । এই খবরটা প্রথম শোনামাত্র রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তিনি। অভিনেত্রীর মনে হয়েছিল যেন পুরো আকাশ ভেঙে পড়েছে। আসলে এই বিষয়টি কল্পনা করতে পারেননি তিনি।
অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক “গৌরী এল” বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তাই স্বাভাবিকভাবেই দ্বিতীয় এই ধারাবাহিকটি নিয়েও তাঁর একরাশ প্রত্যাশা ছিল। এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা মন থেকে মেনে নিতে পারছেন না মোহনা।
চলতি মাসের ১২ তারিখে এই ধারাবাহিকের শেষ পর্বের শুটিং হবে। টেলিভিশনের পর্দায় ২২ সেপ্টেম্বর লাস্ট সম্প্রচার হবে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের। এই স্লটেই আসতে চলেছে অন্বেষা-ঋত্বিক জুটির নতুন ধারাবাহিক “আনন্দী”।