২০২৩ সালের নভেম্বর মাসে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ভূমি পেডনেকার এবং অর্জুন কাপুর অভিনীত ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ‘ দ্য লেডি কিলার ‘। তবে এই ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। ছবিটি চূড়ান্তভাবে ফ্লপ হয় বক্স অফিসে। অর্জুন এবং ভূমি , এই দুইজন বরাবরই বি টাউনের অন্যতম আন্ডাররেটেড অভিনেতা এবং অভিনেত্রী। কাপুর পরিবারের সন্তান হলেও সেভাবে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা ভাবে পরিচয় গড়ে তুলতে পারেননি অর্জুন। অন্যদিকে ভূমি নিজের ফিল্ম কেরিয়ার সাফল্যের সঙ্গে শুরু করলেও বর্তমানে তিনি হিট ছবি দিতে ব্যর্থ। তাই গত বছর যখন সকলে জানতে পারলেন এই দুই অ্যাক্টার একসঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন বড় পর্দায় , তখন দর্শকরা আশাবাদী ছিলেন হয়তো তারা এই নতুন ছবির মাধ্যমে ফের একবার নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। তবে ‘ দ্য লেডি কিলার ‘ সেই সুযোগ আর তাদের দিতে পারেনি। এই ছবিটি গত বছরের বক্স অফিসে অন্যতম অসফল ছবির তালিকায় নিজের নাম লিখিয়েছিল।
ইউটিউবে মুক্তি পেল দ্য লেডি কিলার
কিন্তু এমন অনেকবারই দেখা গেছে যে বহু ছবি বক্স অফিসে লাভের মুখ দেখেনি কিন্তু বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর দর্শকদের তুমুল প্রশংসা কুড়িয়েছে সেই ছবি। তার সব থেকে বড় উদাহরণ হল ‘লাপাতা লেডিস’, ‘১২থ ফেল’ ইত্যাদি সিনেমাগুলি। ‘লেডি কিলার’ – এর ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে বলে মনে করা হয়েছিল। জানা গিয়েছিল দ্য লেডি কিলার ছবিটি নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পাবে। কিন্তু এই মুহূর্তে ছবিটি ওটিটির পর্দায় আর মুক্তি পাচ্ছে না ! কিন্তু কেন?কারণ কোনোরকম প্রমোশন ছাড়াই আচমকা গত ২ সেপ্টেম্বর অন্যতম স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে আপলোড করা হয় ‘দ্য লেডি কিলার’। এমনকি ‘দ্য লেডি কিলার’ যে ইউটিউবে মুক্তি পেতে চলেছে সেই সম্পর্কিত কোনোরকম পোস্ট করতেও দেখা যায়নি ছবির প্রধান অভিনেতা এবং অভিনেত্রীদেরও।
এই বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে শুরু হয় ট্রোলিংয়ের ঝড়। নেটিজেনদের মতে ছবিটির গল্প ভীষণই দূর্বল তাই ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকরা এই ছবি পয়সা খরচ করে দেখবেন না সেই জন্যই হয়তো এই ছবি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে আপলোড করা হয়েছে যেখানে যে কেউ পয়সা খরচ ছাড়াই ফ্রিতে দেখতে পারেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
ভিডিয়োর নীচে কমেন্ট বক্সে একের পর এক মন্তব্য করেছেন দর্শকরা। কেউ লিখেছেন, ” থিয়েটারে এই মুভিটি চলেনি তাই ইউটিউবে ফ্রিতে দিয়ে দিলো, অপমান।” আবার এক ব্যক্তি এই ছবির বক্স অফিস কালেকশনকে কটাক্ষ করে লিখলেন, ” ছবিটি ধাকড়ের রেকর্ড ভেঙে দিয়েছি, মহামারী পরবর্তী বলিউডের সবচেয়ে সফল চলচ্চিত্র হয়ে উঠেছে এই ছবি”। এমনি প্রচুর কটাক্ষ করতে দেখা গেছে নেটিজেনদের।প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন অজয় বহেল।