বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের দীর্ঘদিনের সুখী দাম্পত্যের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। দুই দশকের বিয়ের জীবন ,যেখানে ছিল চার হাতের বন্ধন এবং দুই কন্যার আদর ভালবাসা ,তা এখন ফাটলের মুখে। যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের মধ্যে ফাটলের খবর বেশ কিছু মাস ধরেই শোনা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ইঙ্গিত পূর্ণ বার্তা উঠে আসছে। যা তাঁদের সম্পর্কের অবনতি এবং বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে।শোনা যাচ্ছে, বর্তমানে তাঁরা এক সঙ্গে থাকেন না।
সম্প্রতি তাঁদের সম্পর্কের ভাঙ্গনের কথা নিয়ে যিশু কোন মন্তব্য করেননি। তবে কিছুদিন আগে নীলাঞ্জনা একটি ইঙ্গিত-পূণ্য পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি মোটিভেশনাল স্পিকার গৌর গোপাল দাসের একটি বক্তব্য শেয়ার করেছেন। যেখানে গৌর গোপাল দাস বলেন, ‘ আমি লোকজনের কাছে জবাবদিহি করা বন্ধ করে দিয়েছি। কেননা যাঁরা আমাকে ভালবাসে তাঁদের জন্য কোন জবাবদিহি করার প্রয়োজন নেই। আর যাঁরা আমাকে ভালবাসে না তাঁরা আমার জবাবদিহি নিয়ে কোন কেয়ার করে না ও কোনও তোয়াক্কা করে না।’ এই বক্তব্যে নীলাঞ্জনা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করে ক্যাপশন দিয়েছেন ‘ দ্যাটস হিট হোম’। বেশ কিছুদিন ধরেই তিনি এরম কিছু পোস্ট শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, নীলাঞ্জনা এই কঠিন সময়ের মধ্যে তাঁর দুই মেয়ে সারা এবং জারার সঙ্গে বেশ কিছু সময় কাটাচ্ছেন। তাঁর পাশাপাশি তাঁর বোন চন্দনা এবং ছোটবেলার বান্ধবী রাগেশ্বরীও তাঁকে সমর্থন করছেন। এসব কিছুর মধ্যে নীলাঞ্জনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে লন্ডনে যাবেন। সেখানে কিছু ভালো মুহূর্ত কাটানোর পরিকল্পনা করছেন তিনি।
নীলাঞ্জনা বহুদিন আগে তাঁর নামের পাশে থেকে যিশুর পদবি সরিয়ে ফেলেছেন এবং শোনা যাচ্ছে যিশুর প্রযোজনা সংস্থার সঙ্গে সম্পর্কও রাখেননি। এখন তিনি তাঁর নিজের হাতে তৈরী প্রযোজনা সংস্থা ‘ নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন ‘ এর মাধ্যমে নতুন প্রকল্প নিয়ে কাজ করছেন। এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা সিরিয়াল ‘ আনন্দী ‘ আগামী মাসে জি বাংলায় সম্প্রচারিত হবে।