এই মুহূর্তে চারিদিকে চর্চায় রয়েছে “স্ত্রী২”। সকলে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের অভিনয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। এর পাশাপাশি পঙ্কজ ত্রিপাঠি এবং অপারশক্তি খুরানার অভিনয়ও মন কেড়েছে দর্শকের। কিন্তু যার কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় এই সিনেমার সম্পূর্ণ চিত্রনাট্য, তিনি আর কেউ নন অভিনেতা অভিষেক ব্যানার্জি। যাকে এই সিনেমায় “জানা” চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। মনে করা হচ্ছে ” স্ত্রী২” ২০২৪ সালের বক্সঅফিসের অন্যতম হাইয়েস্ট গ্রোসার সিনেমার তকমা পেতে চলেছে , কারণ খুব অল্প সময়ে ৫০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে নতুন রেকর্ড গড়েছে এই সিনেমা। “স্ত্রী২”- এর সমস্ত কলাকুশলীদের মধ্যেকার সুসম্পর্ক এই সিনেমার সাকসেসের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন দর্শকরা। সম্প্রতি তারই একটি উদাহরণ পাওয়া গেল অভিষেক ব্যানার্জির দেওয়া একটি সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে অভিনেতা অভিষেক ব্যানার্জিকে দেখা গেল রাজকুমা রাওকে একেবারে প্রশংসায় ভরিয়ে দিতে। তিনি বলেছেন, রাজকুমার রাও একজন অসাধারণ অভিনেতা, তিনি এতগুলো অ্যাওয়ার্ড জিতে যাওয়ার পরেও ভীষণভাবে ডিসিপ্লিনড, ভবিষ্যতের অভিনেতাদের জন্য তিনি নিজেকে একজন এক্সাম্পল হিসেবে সেট করেছেন, তিনি খুব গোছানো এবং তিনি অভিনয়ের আগে কিউ দেন যা অভিষেক তার থেকেই শিখেছেন, অভিষেক “স্ত্রী” – এর পর অনেক জায়গায় অভিনয় করতে গেছেন তবে সেখানে তিনি কিউ দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়েছে। এক কথায় সাক্ষাৎকারে বলা কথাগুলো থেকে আন্দাজ করা যেতে পারে তার সঙ্গে রাজকুমার রাওয়ের সম্পর্ক ভীষণ ভালো।
প্রসঙ্গত, গত ১৫ ই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় বিভিন্ন প্রেক্ষাগৃহে। তারপরেই ” স্ত্রী২” একেবারে ঝড় তুলেছে বক্স অফিসে। দর্শকদের মুখে এখন শুধুমাত্র এই সিনেমারই নাম। তবে মূলত ” স্ত্রী২” ম্যাডক হরর ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ইউনিভার্সের অন্যান্য ছবিগুলি হল, ” ভেড়িয়া” , “স্ত্রী” এবং ” মুঞ্জিয়া”। এই মুহূর্তে দর্শকরা বেশ পছন্দ করছেন এই ছবিগুলি। আর এই ইউনিভার্সের রিলিজ হওয়া ছবিগুলির মধ্যে যেই চরিত্রটি সবথেকে বেশি মন কেড়েছে তার নাম হলো “জানা”। পর্দায় তাকে দেখলে মনে হয় ” স্ত্রী ২” সিনেমায় এই চরিত্র অন্যান্য বাকি চরিত্রদের মধ্যেকার সেতু হিসেবে কাজ করে, যেন সবকটি চরিত্রকে এক সুতোয় বেঁধে রেখেছে। যেই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা অভিষেক ব্যানার্জিকে। এক কথায় এই চরিত্রটি ভীষণ সাদাসিধে। এই চরিত্রটির সরলতাই দর্শকদের মন জয় করেছেন। এখানে অভিষেক ব্যানার্জি অভিনীত চরিত্রটি চূড়ান্ত পজিটিভ। তবে উল্লেখযোগ্য যে এই একই দিনে ” স্ত্রী২” – এর পাশাপাশি বক্স অফিসে মুক্তি পেয়েছে জন আব্রাহাম এবং শর্বরী অভিনীত সিনেমা “ভেদা”। সেই ছবিতেও অভিষেক ব্যানার্জিকে অভিনয় করতে দেখা গেছে। তবে সেই চরিত্রটি সম্পূর্ণ আলাদা। “ভেদা” ছবিতে ভিলেনের অবতারে অবতীর্ণ হয়েছেন অভিষেক। এখানে তার চরিত্রটি পুরোপুরিভাবে নেগেটিভ। সম্পূর্ণ দুটো ভিন্নধর্মী সিনেমাতে নেগেটিভ এবং পজেটিভ দুই চরিত্রে তার সাবলীলভাবে অভিনয় প্রমাণ করে দেয় তিনি একজন জাত অভিনেতা।
অভিষেক ব্যানার্জীর অভিনয় জীবন শুরু ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা “রং দে বাসন্তীর” হাত ধরে। যেখানে তাকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর একে একে ” পাতাল লোক” , ” ড্রিমগার্ল” ,”ভেড়িয়া” “হেলমেট” ইত্যাদি সিরিজ ও সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। অভিষেক ব্যানার্জি মূলত তার কমেডি রোলের জন্য জনপ্রিয় হলেও তিনি যে একজন অসাধারণ অভিনেতা এটি তিনি প্রমাণ করে দিয়েছেন বারবার। যে কোনো চরিত্রকে তিনি পর্দায় জীবন্ত করে তুলতে পারেন তা তার অভিনয় দক্ষতা দেখলেই বোঝা যায়। অভিষেক ব্যানার্জি ২০২৩ সালে ” দ্য গ্রেট ওয়েডিংস অফ মুন্নেস” – এর জন্য ফিল্মফেয়ার ওটিটি (২০২৩ ) বেস্ট এক্টর ইন সিনেমা , সিরিজ (কমেডি) বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পান।
অভিষেক ব্যানার্জি হোক বা রাজকুমা রাও তারা প্রমাণ করে দিয়েছেন যে স্টার কিড না হলেও বলিউডে একজন আউটসাইডার হিসেবে কিভাবে শুধুমাত্র নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে জায়গা করে নেওয়া যায়।