আরজি কর কাণ্ডে প্রতিবাদমুখী হয়ে উঠেছে গোটা রাজ্য। সেলিব্রিটি থেকে সংগীতশিল্পী তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সকলেই। এবার এবিষয় সরব হলেন বর্ষীয়ান প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। সকলকে সচেতন হয়ে থাকার নির্দেশও দিলেন।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। সেই ভিডিওতে তিনি জানিয়েছেন, “১৪ তারিখ রাতে দেখেছিলাম লক্ষলক্ষ মা বোনেরা পথে নেমেছেন। শুধুমাত্র বাংলায় না, দেশে, বিদেশেও এই প্রতিবাদ হয়েছে। এমনটা আগে দেখেছি বলে আমার মনে পড়ে না। আমার জীবনে আগে এই দৃশ্য দেখিনি। সমবেত কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তুলেছিলেন তাঁরা।
স্বাধীনতার আগের রাতে পরাধীনতার শৃংখল ভাঙার গান গাওয়ায় আবারও এগিয়ে ছিল বঙ্গনারী। সকলেরই একটাই দাবি জবাব চাই, বিচার চাই।’
পাশাপাশি তিনি আরও বলেন, “এই নারকীয়, দানবীয় এবং পাশবিক ঘটনা যাঁরা ঘটিয়েছে, এই সমাজে তাঁরা কিন্তু একটা সাহায্য পেয়ে শক্তির অবলম্বন করেই এই অত্যাচারী ঘটনা ঘটিয়েছে। সবাই বুঝতে পারছে যে এটা একটা সংগঠিত অপরাধ। তাই এটার বিচার চেয়েছে। তাও একটা কথা বলতে চাই, যে প্রতিরোধ যে ভাষা ধ্বনিত হয়েছে সেটা যেন থেমে না যায়। যাঁরা এটা ঘটিয়েছে তাঁরা জানে মানুষ কিছুদিন পর এই সব ভুলে যাবে। কদিন ঘাপটি মেরে থাকার পর আবার সেই সাহায্য নিয়ে বুক ফুলিয়ে ঘুরবে। পুজোর আগে আবার এই হায়নারা অন্ধকার জঙ্গল পেয়ে যাবে। তাই এই প্রতিবাদ, প্রতিরোধ থামালে চলবে না। কণ্ঠ যেন রুদ্ধ না হয়ে যায় সতর্ক থাকতে হবে। প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।”
তিনি সকল নারীদের উদ্দেশ্যে অনুরোধ জানান তাঁরা যেন থেমে না থাকেন। তাঁদের পাশে অগণিত মানুষ রয়েছেন। সব শেষে তাদের বর্ষীয়ান অভিনেতা থাকবেন বলেও জানিয়েছেন।
প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে সমর্থন জানিয়েছেন নেট নাগরিকরা।
Sudeshna
About Author
You may also like
Tollywood
ধর্ষণের হুমকি মিমি চক্রবর্তীকে? তিলোত্তমার পাশে দাঁড়াতে গিয়ে এ কোন পরিস্থিতি
- BY admin
- August 21, 2024
- 0 Comments