বাংলা চলচ্চিত্র জগতে সম্প্রতি আর জি কর কাণ্ডের প্রভাব পড়েছে। সর্বত্রই যেন বিনোদন স্থগিত। মানুষ এখন পথে পথে প্রতিবাদে ব্যস্ত। ভিড় কছে তাই প্রেক্ষাগৃহে। রাজ চক্রবর্তীর বাবলি ব্যবসার ওপর প্রভাব পড়েছে। আর জি কর কাণ্ডের ঘটনায় পুরো বাংলা যেভাবে প্রতিবাদে সামিল, তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবি মুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার উৎসাহ দেখাচ্ছেন না অনেকেই। আর জি কর কাণ্ডের প্রভাব বাংলা ছবি দর্শকরা সিনেমা দেখার মানসিকতা রাখছে না বর্তমানে। আগামী ৩০ আগস্ট বাংলা ইন্ডাস্ট্রির নতুন দুই ছবি অঞ্জন দত্ত, অপর্ণা সেন অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার এবং শাশ্বত চট্টোপাধ্যায় যমালয়ে জীবন্ত ভানু মুক্তি জন্য নির্ধারিত ছিল। তবে পরিস্থিতি জন্য মুক্তির তারিখ আপাতত স্থগিত রাখা হয়েছে,নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে বলেছেন ১৫ই আগস্ট মুক্তি পাওয়া পদাতিক ও বাবলি ছবির ব্যবসা ভাল হয়নি,সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সিনেমা নিয়ে বয়কট আন্দোলন চলছে। বর্তমানে আমজনতা থেকে শুরু করে বিনোদন জগতের মানুষেরা এমনকি সিনেমা হলের মালিকেরাও বেশ চিন্তিত যে, এই পরিস্থিতি কবে কাটিয়ে উঠবে পশ্চিমবঙ্গবাসীসহ সমগ্র সিনেমা প্রেমীরা।
Previous Article
সেলিব্রিটিদের মতো জেল্লা পেতে চান?জেনেনিন জাহ্নবী কাপুরের বিউটি টিপস
Next Article
টলিউডের সুপারস্টার দেব এর সম্পত্তি কত জানেন
ankitaghosh
About Author
You may also like
Movie
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, স্বাধীনতা দিবসে রয়েছে একগুচ্ছ সিনেমা রিলিজ
- BY admin
- August 10, 2024
- 0 Comments
Movie
থিয়েটার জগতের নটী বিনোদিনীকে টেক্কা দিতে এসেছে বড় পর্দার বিনোদিনী
- BY admin
- August 10, 2024
- 0 Comments