সম্প্রতি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় সারা বিশ্ব তোলপাড় হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে তারকারা সবাই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। আর জি কর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের রাতের শিফট কম দেওয়ার বিষয়ে মন্তব্য করতেই জলঘোলা।এই বিষয়কে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছেন। মীর আফসার আলি একজন প্রতিষ্ঠিত বাংলা টেলিভিশন ও রেডিও উপস্থাপক এবং অভিনয়শিল্পী। মীর আফসার আলি জনপ্রিয়তা মূলত বিভিন্ন টিভি শো এবং রেডিও প্রোগ্রাম-এর জন্য। মহিলাদের রাতের শিফট কম দেওয়ার বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন মহিলাদের রাতের শিফট কমানোর সিদ্ধান্ত কি ঠিক? তিনি বলেন বর্তমানে মহিলাদের রাতে যে কোন কর্ম ক্ষেত্রে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হলে সেখানে পুরুষ কর্মচারীদের সংখ্যা বাড়বে। এই পরিস্থিতিতে মহিলাদের সুরক্ষা নিয়ে আবার নতুন করে নিয়ম তৈরি হতে পারে। তিনি জানতে চান যদি মহিলাদের নাইট ডিউটি কমিয়ে দেওয়া হয় তবে পুরুষ নার্সের উপস্থিতি বেড়ে যাবে এবং সেই অবস্থায় মহিলা রোগীরা কি নিরাপদ থাকবেন? তাঁর এই প্রশ্নে পুরো সমাজ তাঁকে সমর্থন জানিয়েছেন। মীরের স্ত্রী তিনি নিজে একজন ডাক্তার। তিনি এই পেশার সমন্ধে জানেন বলে , তিনি জনিয়েছেন সঠিক বিচার না আসা পর্যন্ত চিকিৎসকরা তাঁদের প্রতিবাদ চালিয়ে যাবেন। মীরের স্ত্রী সোমা ভট্টাচার্য বলেছেন চিকিৎসকরা যতক্ষণ সঠিক নিরাপত্তা এবং সুবিচার পাবেন না তাঁরা তাঁদের আন্দোলন বন্ধ করবেন না। মীর এই প্রতিবাদে পর টলিপাড়ার আরো অনেক এই বিষয় প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশিকী মুখোপাধ্যায় মতো তারকারাও এতে অংশ নিয়েছেন।কৌশিকী মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিনি রাতে গান গাইতে যাবেন না? পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন মহিলাদের নাইট ডিউটি কমানো মানে কি তাঁদের কি সুরক্ষার দায়িত্ব নেওয়া হয়নি? প্রশাসন ও কর্তৃপক্ষদের উচিত মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন মহিলাদের নাইট ডিউটি কমানো নয়, কর্মক্ষেত্রে নারী সুরক্ষার আইন চাই। এই প্রসঙ্গে অনেকেই প্রতিবাদ করেছেন।
ankitaghosh
About Author
You may also like
Culture & Society
দীর্ঘদিনের দাম্পত্য এবার বিচ্ছেদ, কোন পথে হাঁটছে চন্দ্রবিন্দু খ্যাত অনিন্দ্যর সম্পর্ক?
- BY ankitaghosh
- August 21, 2024
- 0 Comments
Culture & Society
কলকাতার জলছবি ট্রাম , ক্যামেরা ফিল্মে আজ তা ইতিহাস, থেকে যাবে শটে-শটে
- BY soumee
- August 22, 2024
- 0 Comments