আর জি কর কাণ্ডে পুরো বিশ্ব জুড়ে মুখরিত স্লোগান। বিভিন্ন পেশার মানুষ যেমন ডাক্তার, শিক্ষক এবং ছাত্রছাত্রী, একসঙ্গে আর জি কর কাণ্ডের বিচার দাবি করে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। এবার আন্দোলনের জোয়ার এসেছে টলিপাড়াতেও। গত রবিবার,১৮তারিখে বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক , অভিনেতা অভিনত্রী সকলে এক বিশাল মিছিলে সামিল হন। এই প্রসঙ্গে টলিপাড়ার অনেক অভিনেত্রীরা তাদের মতামত প্রকাশ করেছেন।টলিউডের অভিনেত্রীরা প্রায়শই সম্মুখীন হন নানা ধরনের অশ্লীল আচরণের মধ্যে। যা তাঁদের পেশাগত জীবনের জন্য সমস্যা অংশ হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি শহরে ঘটে যাওয়া ঘটনা এই আলোচনা তীব্র করে তুলেছে। অভিনেত্রী তনুশ্রী সাহা, অরিজিতা মুখোপাধ্যায়, সুস্মিতা দে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন।তনুশ্রী সাহা বললেন কিছু মাস আগে এক ক্যাব চালকের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। অরিজিতা মুখোপাধ্যায় জানালেন তাঁর এক সহকর্মী নিজের মেয়ে নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। সুস্মিতা দে জানান তিনিও কুদৃষ্টি শিকার হয়েছেন। এই প্রতিনিয়ত কেও না কেও কোনো না কোনো ঘটনার শিকার হচ্ছেন ।আজ তাহলে নারীদের সুরক্ষা কোথায়? এই অভিজ্ঞতাগুলো মেয়েদের সামাজিক অবস্থার বিষয়টিকে উদ্বেগের বিষয় করে তুলেছে। একথা আজ স্পষ্ট যে সর্বস্তরে নারী সুরক্ষার ঘাটতি এক গুরুতর সমস্যা।
ankitaghosh
About Author
You may also like
Tollywood
ধর্ষণের হুমকি মিমি চক্রবর্তীকে? তিলোত্তমার পাশে দাঁড়াতে গিয়ে এ কোন পরিস্থিতি
- BY admin
- August 21, 2024
- 0 Comments