আরজি কর কাণ্ডে উত্তাল গোটা শহর থেকে রাজ্য রাজনীতি। দিকে দিকে একটাই স্লোগান বিচার চাই। তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচারের দাবিতে প্রতিবাদে যখন ফুঁসছেন সকলে, ঠিক সেই সময় মিমি চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি ধর্ষণের হুমকির অভিযোগ তুললেন তিনি।
১৪ অগাস্ট মধ্যরাতে সাধারণ মানুষদের সঙ্গে পা মিলিয়ে পথে হেঁটেছিলেন টলিউড তারকারা। সেই তালিকায় ছিলেন মিমি চক্রবর্তীও। মেয়েদের নিরাপত্তার দাবিতে তুলেছিলেন স্লোগান। এরপরই তাঁর দিকে ধেয়ে আসে ধর্ষণের হুমকি।
মিমি চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিন শট পোস্ট করেন সেখানে ধর্ষণের হুমকি স্পষ্ট। তাতে লেখা রয়েছে, “আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে এই ঘটনা ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দিত নাকি? তা হলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ ওঁর পরিবারকে।” এরই পাশাপাশি বেশকিছু অশ্লীল শব্দও ব্যবহৃত হয়েছে এই পোস্টে।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেন তিলোত্তমার বাবা মা। সেই প্রসঙ্গ তুলেই মিমির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন সেই নেট নাগরিক।
সেই পোস্ট মিমি নিজে কলকাতা পুলিশকে উল্লেখ করে তিনি লিখেছেন, “এই কারণে কি আমরা লড়ছি! আমরা একজন মহিলার জন্যই ন্যায়বিচার চাইছি, তাই না? এঁরা তো ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছেন। এঁরাই আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছেন, তাঁরা নাকি মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন শিক্ষার পরিচয়।” তবে এবিষয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিনা প্রাক্তন সাংসদ তা এখনও জানা যায়নি।
You may also like
Tollywood
Xplorent Serial
নিরাপত্তার অভাব নিয়ে মুখ খুললেন টলিপাড়ার অভিনেত্রীরা
- BY ankitaghosh
- August 22, 2024
- 0 Comments