চেতনা নাট্যগোষ্ঠীর নতুন নিবেদন নাটক হিবিজিবি। নাম শুনেই পাঠক আন্দাজ করতে পারছেন যে এটি আদ্যন্ত ছোটদের । অবশ্যই এটি ছোটদের দ্বারা অভিনীত নাটক কিন্তু এর আবেদন সার্বজনীন। সম্প্রতি মধুসূদন মঞ্চে অভিনীত এই নাটকে পাঁচ থেকে বারো সব বয়সী ছোটদের অভিনয় করতে দেখা গেছে। তাদের অভিনয়ের মুন্সিয়ানার আপ্লুত নামী নাট্যকার, অভিনেতা এমনকি কবিও।
অরুণ মুখোপাধ্যায় এর হাত ধরে চেতনার সঙ্গে প্রথম পরিচয় দর্শকের। সত্তরের দশকে দুটি নাটক মারীচ সংবাদ ও জগন্নাথ এই দুটি নাটক নিয়ে চেতনার আত্মপ্রকাশ। দর্শক মহলে আলোড়ন তোলা দুটি নাটক ছাড়াও আরো অনেক নাটকের সফল প্রযোজনা করেছে চেতনা নাট্যদল। নব্বইয়ের দশকে চেতনার প্রযোজনার হাল ধরেন অরুণবাবুর বড় ছেলে সুমন মুখোপাধ্যায় যিনি আবার কলাকুশলী মহলে লাল নামে পরিচিত। দায়িত্বে এসেই তার মঞ্চসফল প্রযোজনা তিস্তা পারের বৃত্তান্ত। দেবেশ রায় এর লেখা উপন্যাস এর চরিত্র গুলো সামনে এনে চমকে দিলেন দর্শকদের। বাঘারুর চরিত্র টি তাই বাংলা নাট্য ইতিহাসে বিশেষ স্থান পেয়েছে। এর পর পর আরো কিছু প্রযোজনায় সুমন মুখোপাধ্যায় চেতনা কে প্রতিষ্ঠিত করে বাংলা নাটকের জগতে একেবারে প্রথম সারিতে। কালান্তক লালফিতা বা মেফিস্টো নাটক দুটি আবার প্রতিষ্ঠান বিরোধিতার চরম রূপ। তবে চেতনা নাট্যগোষ্ঠীর নাটক বললে যে প্রযোজনাটির কথা সবার প্রথমে মনে পড়ে টা হলো জগন্নাথ। প্রথম সাতাত্তর সালে এই নাটক মঞ্চস্থ হয়। অভিনয়ে ছিলেন অরুন মুখোপাধ্যায় , সুপুত্র সুমন মুখোপাধ্যায় , বিপ্লব কেতন চক্রবর্তী , দেবাশীষ সরকার এর মত নামী শিল্পীরা। বলা যেতে পারে জগন্নাথ , চেতনার সেরা নাট্যসৃষ্টি। দুহাজার বয়সে নাটকটির অভিনয়ের ৫০ বছর পূর্তি হয়েছে। এর অভিনয় সংখ্যা ৫৭৫ টি।
হিবিজিবি প্রযোজনাটি আবার চেতনা নাট্যগোষ্ঠীর আরেক কর্ণধার সুমন নীল মুখোপাধ্যায় এর প্রয়াস। অনাবিল হাস্যরস এ মোড়া নাটক টি তে উঠে এসেছে রাজনৈতিক বক্তব্য। সমাজের বিভিন্ন পরিস্থিতি নাটকটির উপজীব্য। মজার নাটকটি দারুন সব গান এ ঠাসা। যার কৃতিত্ব ও নাট্যকারের। একসময় সুজন বেসরকারি একটি চ্যানেল এ ছোটদের নিয়ে প্রযোজিত একটি অনুষ্ঠানে সঞ্চালক এর ভূমিকা পালন করেছেন। তাই এবার তার নাটকে সেই “ছোট মুখে বড় কথা” র মতোই ছোটরা আবার সামনে নিয়ে এলো বড়দের ভাবনা, সমাজের কথা। নাট্যকার অরুন মুখোপাধ্যায় সমাজমাধ্যমে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ছোটরা যেভাবে এই নাটকে নির্ভুল অভিনয় করেছে তা একরকম অবিশ্বাস্য। দিনবদল এর স্বপ্ন দেখার নাটক হিবিজিবি বাংলা নাট্যমঞ্চে আলোড়ন তুলবে তা বলাই যায়।
You may also like
Theater
বলতে পারেন কলকাতার প্রথম প্রফেশনাল থিয়েটার কোথায় মঞ্চস্থ হয়েছিল?
- BY soumee
- August 21, 2024
- 0 Comments