T20 ওয়াল্ড কাপ জিতে যখন বিরাট কোহোলি,রোহিত শর্মা মেন ইন ব্লু ওয়াংখেড় জুড়ে ভিকট্রি লাফ দিচ্ছেতখন কানে ভেসে আসছে মা তুঝে সালাম….বন্দেমাতরম। এটি বন্দেমাতরম গানের মিলেনিয়াম ভার্সন বলা চলে। যার সুরকার হলেন এ আর রহমান। এই গানের অর্থ দেশ মাকে বন্দনা করা। এই গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত।শ্রী অরবিন্দ এই গানকে জাতীয় সংগীতের মর্যাদা দেন। স্বাধীনতা সংগ্রামের সাথে এই গান আষ্টেপৃষ্টে জড়িত। রাজনৈতিক প্রেক্ষাপটে এই গান প্রথম সুর দিয়ে পরিবেশন করেন স্বয়ং রবীন্দ্রনাথ। এর পর প্রায় ছাপান্ন বছর পর আনন্দমঠ সিনেমায় বন্দেমাতরমকে হেমেন গুপ্তের পরিচালনায় নতুনভাবে গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। পরে অবশ্য এই গান ভারতীয় প্রজাতন্তের জাতীয় স্তোত্রের মর্যাদা পায়। এর পর দীর্ঘ বিরতি নিয়ে এই চির স্বরণীয় গান ফিরে এলো সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কন্ঠে। যা আরও হৃদয়স্পর্শী হয়ে উঠলো মা তুঝে সালাম মন্ত্রে। শেষ হয়েও হলো না শেষ এই শেষ থেকেই সঙ্গীত পরিচালক এ আর রহমনের হাত ধরে নতুন করে সেজে উঠলো মা তুঝে সালাম….বন্দেমাতরম। যা আজকের এই স্বাধীনতা দিবসের দিনে শিহরণ জাগায় প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে।
Previous Article
নারায়ণ সান্যালের ‘কাঁটায় কাঁটায়’ এবার ওয়েব সিরিজের পর্দায়
Next Article
স্বাধীনতা দিবসে বলিউডের সেরা ৫ দেশাত্মবোধক গান
admin
About Author
You may also like
Song
গান ভালবেসে গান, বংশপরম্পরায় তাঁদেরই হাত ধরে সঙ্গীত জগতে পা রাখছেন উত্তরসূরীরা
- BY admin
- August 10, 2024
- 0 Comments