জীবনটা বেশ অন্যভাবে দেখিয়েছিল র্যাঞ্চো ও মুন্না ভাই। দর্শক বিশেষত শিক্ষার্থীরা এই সিনেমা থেকে যা অনুপ্রেরণা পেয়েছিল তা অবিস্মরণীয়। আজও সকলের পছন্দের সিনেমা হিসেবে জায়গা করে রেখেছে থ্রি ইডিয়টস সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছিলেন, আমির খান, আর মাধবনদের অভিনীত এই সিনেমা আজও মন জুড়ে আছে দর্শকের।
এবারে সিক্যুয়েল পার্ট আসছে ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্না ভাই’- এর। বেশ কদিন ধরেই এই খবর নিয়ে জল্পনা চলছিল সিনেপ্রেমীদের মধ্যে। আর এবার জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। অবশ্য থ্রি ইডিয়টস ও মুন্না ভাই উভয়েরই পরিচালক ছিলেন রাজকুমার হিরানি। তবে এবার অন্য পরিচালকের হাত ধরে আসতে চলেছে সিক্যুয়েল।
বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় আসছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-র সিক্যুয়েল!
সিনেমা পরিচালক বিধু বিনোদ চোপড়া জানান, ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-র সিক্যুয়েল আসতে চলেছে। যদিও এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির কাজ। এ বিষয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন পরিচালক নিজেই। বলিউড সিনে জগতের জন্য এ এক বড় খবর। দুই ব্লকবাস্টার হিন্দি ছবির সিক্যুয়েল আসতে চলেছে।
চলচ্চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া জানান, ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’-র সিক্যুয়েল আসতে চলেছে। যদিও এখনও শ্যুটিং শুরু হয়নি সিনেমার। প্রাথমিক পর্যায়েই রয়েছে ছবির কাজ। এই মুহূর্তে এই দুই ছবি সহ আরও বেশি কয়েকটি সিনেমার গল্প লেখার কাজ হাতে নিয়েছেন পরিচালক।
তবে সিক্যুয়েল আসার খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজে। সংবাদমাধ্যমের কাছে বিধু বিনোদ বলেন, তিনি ‘টু ইডিয়টস’ ও ‘মুন্না ভাই ৩’ এইদুটো ছবির স্ক্রিপ্ট লিখছেন। এছাড়াও, তিনি বাচ্চাদের জন্য একটি ছবি তৈরির চেষ্টা করছেন। তবে সেই ছবিটির নাম এখনও ঠিক করেননি পরিচালক। এছাড়াও একখানা হরর কমেডি সিনেমার পরিকল্পনা রয়েছে তাঁর মাথায়। সেই ছবির কাহিনীও লিখতে শুরু করেছেন তিনি। সেই গল্পটাও বেশ আকর্ষণীয়। পরিচালক আরও বলেন, ১-২ বছর হয়তো লিখতে লাগবে, ততদিনে লেখা শেষ হলে সিনেমা তৈরি করতে শুরু করবেন তিনি। তিনি আশা করছেন, ‘২ ইডিয়টস’ এবং ‘মুন্না ভাই ৩’-র কাজ খুব শীঘ্রই শুরু হবে।
মুক্তির পরেও দর্শক মনে আজও ভালোবাসা পায় ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই’!
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’, আজও বলিউডের ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি। এই ছবিতে আমির খান, করিনা কাপুর, বোমান ইরানি, আর মাধবন এবং শরমন যোশী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। শুধু মুক্তির সময় নয়, মুক্তির এতো বছর পরেও ছবিটি দর্শকদের কাছে ভীষণ ভালোবাসা পায়। এমনকী ছবির সবকটি গান আজও জনপ্রিয়। সেসময় বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমা।
অন্যদিকে ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মুন্না ভাই এম বি বি এস’ সিনেমাটিও বিরাট সাফল্য পায়। সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এরপর ২০০৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুন্না ভাই’ ফাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘লগে রহো মুন্না ভাই’। এই ছবিটিও দারুণ পছন্দ করে দর্শক। তাই দর্শকের ভালোবাসার এই দুই ছবির সিক্যুয়েল কবে আসতে চলেছে, সেই অপেক্ষায় আছেন দর্শক।