আজ স্বাধীনতা দিবস, ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস। প্রতিবছর বঙ্গবাসী তথা ভারতবর্ষের প্রতিটা মানুষ এই দেশের চির বিপ্লবীদের স্মৃতিচারণায় এবং দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দিনটি উদযাপন করে থাকেন। মানুষ বিভিন্ন ভাষার মাধ্যমে এবং তাদের কর্মের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে থাকেন। তেমনই চলচ্চিত্র জগতেরও রয়েছে তার নিজস্ব ভাষা। টলিউড থেকে বলিউড সিনেমা জগতে ভিন্ন স্বাদের বিনোদনমূলক সিনেমা তৈরীর পাশাপাশি দেশাত্মবোধক এমন কিছু সিনেমার রয়েছে যা কিনা মানুষের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
শুধু আজ নয়, চলচ্চিত্র জগতের প্রায় সূচনাকাল থেকেই এই দেশের স্বাধীনতা বিষয়ক নানান সিনেমা তৈরি হয়ে এসেছে। এমনকি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের জীবনী নিয়েও সিনেমা তৈরি হয়েছে যা আজও ভারতবাসীর প্রত্যেক সিনেমা প্রেমীদের মনের দাগ কেটে যায়। আবার, এমন কিছু সিনেমা রয়েছে যা ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নিয়ে তৈরি। দেশাত্মবোধক সিনেমা বলতেই তালিকার প্রথম সারিতেই মনে পড়ে যায় এমন কিছু সিনেমার নাম তা হল-
সুভাষচন্দ্র- ১৯৬৬ সালে পীযুষ বোসের পরিচালনায় এই সিনেমা বাংলার চলচ্চিত্র জগতে এক অবিস্মরণীয় সৃষ্টি। এই সিনেমা মূলত বিপ্লবী সুভাষচন্দ্র বসুর জীবনী এবং দেশের প্রতি তার অপরিসীম ভালোবাসা দিয়ে দেশকে স্বাধীনতা প্রদান করার কাহিনী অবলম্বনে তৈরী। যা কিনা আজও প্রত্যেক বাঙালির মনের মনিকোঠায় আলাদা স্থান গ্রহণ করে রয়েছে।
বর্ডার- বলিউড সিনেমা জগতে ১৯৯৭ সালে তৈরি ‘বর্ডার’ নামক এই মুভিটি দেখলে আজও সিনেমার দর্শকদের চোখের কোণায় জল জমে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় নির্ধারিত এটি ১৯৭১ সালে লাঙ্গেওয়ালার লড়াইয়ের সময় ঘটে যাওয়া বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা অবলম্বনে তৈরি। ভারতবর্ষের দেশাত্মবোধক চলচ্চিত্র ধারার অন্যতম নিদর্শন এই সিনেমা।
লাগান- আমির খান অভিনীত এই সিনেমার নাম শুনলেই মনে পড়ে যায় খেলার মাধ্যমে নিজের দেশের জন্য ব্রিটিশদের সাথে লড়ে যাওয়ার এক অদম্য লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলেছে এই চলচ্চিত্রের মাধ্যমে।
রং দে বসন্তি- আমির খান অভিনীত ২০০৬ সালে তৈরি সিনেমা খানিক অন্য ধারার দেশপ্রেম নিয়ে তৈরি এই সিনেমা বলা যেতে পারে। এই সিনেমার প্রায় প্রতিটি গান আজও গান প্রেমীদের কণ্ঠস্থ।
উরি দ্য সার্জিকাল স্ট্রাইক- ২০১৯ সালে ভিকি কৌশল অভিনীত এই সিনেমাটি দর্শকের চোখে জল আনতে বাধ্য করেছে। ভারতের পুলওয়ামা হামলার পর ঐতিহাসিক সার্জিকাল স্ট্রাইক গুলিকে অসাধারণ দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমাতে। অভিনেতার অনবদ্য অভিনয় এবং কাহিনী পরিবেশনা ভারতবর্ষের সিনেমা জগতে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে গেছে।
এই সকল সিনেমা ছাড়াও আরও এমন অনেক সিনেমা ভারতীয় চলচ্চিত্র জগতে রয়েছে যা কিনা নিজের দেশকে শ্রদ্ধা জ্ঞাপন করার স্বার্থে উৎসর্গ করা হয়েছে। ভিন্ন স্বাদের দেশাত্মবোধক সিনেমার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল রাজি, গুমনামি, স্বদেশ, চক দে ইন্ডিয়ার মতন সিনেমা যা মানুষের মনে চির স্মরণীয়।